Eden Garden-1Others Sports 

কোয়ারেন্টিনের জন্য ইডেন ছাড়তে সম্মতি সৌরভের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কোয়ারেন্টিনের জন্য ইডেন ছাড়তে রাজি, মন্তব্য সৌরভের। করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে তিনি জানালেন, ইডেনের মধ্যে যে ডর্মিটটরি, বা ইন্ডোর ফেসিলিটি রয়েছে, প্রয়োজনে সিএবি তা রাজ্য সরকারকে ছাড়তে পারে। বিসিসিআই প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী বা রাজ্য সরকার যা যা করতে বলছেন, তা যেন মেনে চলা হয়।

Related posts

Leave a Comment