BDNNSSWHealth 

করোনা মোকাবিলায় বিধাননগরের স্বেচ্ছাসেবী সংস্থা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধাননগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা “বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার” কলকাতা ও সংলগ্ন অঞ্চলে এই আতঙ্কের দিনে ২৪ ঘন্টায় একের পর এক পরিষেবা প্রদান করে চলেছে। তাদের সাথে যোগাযোগ করলে তাঁরা জানান, কখনও বাড়ি থেকে হাসপাতালে রোগী নিয়ে যাওয়া আবার কখনও হাসপাতাল থেকে রোগীকে বাড়িতে নিয়ে আসা, আবার কখনও কোথাও কেউ বিদেশ থেকে ফিরেছেন এমন জানতে পারলে স্বাস্থ্য দপ্তরের সহায়তায় সেই সন্দেহ আক্রান্ত ব্যক্তিকে তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে পৌঁছে দেওয়া, আবার কখনও কোনও রোগীকে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত এনে দেওয়া বা কাউকে ওষুধ এনে দেওয়া, এভাবেই কাটছে তাঁদের প্রত্যেক দিন।

হোয়াটসআপ, ফেসবুকে তাঁদের একটি বিজ্ঞপ্তি হাতে-হাতে ঘুরছে–
“We are always with you round the clock, 24*7.
The dedicated volunteers of Bidhannagar North Society for Social Welfare are rendering endless efforts to combat COVID-19 pandemic from the very beginning of the attack of the deadly CORONA VIRUS. We have made ready our ambulance service 24 hours for the crying humanity of West Bengal. In case of any emergency please feel free to ping us in-8420946525.We will surely serve you keeping the order of Govt. Of West Bengal in our mind.Our ambulance service and also the selfless volunteers are ready to serve you round the clock during the lock down span in the state.

Plase maintain home quarantine and co operate both the State and Central Govt. to fight against COVID-19 epidemic.”

Related posts

Leave a Comment