আইসোলেশনে ক্যামিলা, করোনা আক্রান্ত প্রিন্স চার্লস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লন্ডন ছেড়েছেন রানি এলিজাবেথ পূর্বেই। করোনায় আক্রান্ত এবার প্রিন্স চার্লস। স্ত্রী ক্যামিলাও আইসোলেশনে।ইতিমধ্যেই ব্রিটেনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪২২ জনের । আক্রান্ত ৮ হাজারের বেশি মানুষ ।রাজ পরিবার সূত্রের খবর, ৭১ বছর বয়সী প্রিন্স চার্লস করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরেরও এই ভাইরাসের লক্ষণ দেখতে পাওয়া যায়।তবে প্রিন্স চালর্স সুস্থ রয়েছেন বলে খবর।তিনি সুস্থ বোধ করছেন এমনটা জানা গিয়েছে।অন্যদিকে চার্লসের স্ত্রী অর্থাৎ ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলারও নানা পরীক্ষা করা হয় । তাঁর শরীরেকরোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি। আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। ক্ল্যারেন্স হাউস সূত্রে জানা যায়, চার্লস এবং ক্যামিলা এই মুহূর্তে বালমোরাল-এ আইসোলেশনে রয়েছেন। বাড়িতে বসেই সমস্ত কাজ করছেন তিনি।সরকারী সূত্রের খবর, প্রিন্স সম্প্রতি অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সময় তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে কী না, তা নিশ্চিত নয় ।