pressLifestyle Others 

আক্রান্ত হলেন করোনার যুদ্ধে নামা সাংবাদিকও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলেন এক সাংবাদিক।প্রতিকূল পরিস্থিতির মধ্যেই দিনরাত কঠোর পরিশ্রম করে খবর সংগ্রহ করে থাকেন সাংবাদিকরা। জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের পথ চলা।রেহাই পেল না সাংবাদিকও। মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিকের শরীরে মেলে COVID-19।আশ্চর্য হলেও সত্যি , যে সাংবাদিক নিজেই মারণ ভাইরাসের খবর করছেন।প্রসঙ্গত, মধ্যপ্রদেশে এই নিয়ে করোনা ভাইরাসে ১৫ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

অন্যদিকে, ভোপালে সদ্য প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ওই সাংবাদিক৷ কমলনাথের ওই সাংবাদিক সম্মেলনে কারা কারা সংস্পর্শে এসেছিলেন, তাঁদের খুঁজে বের করা হচ্ছে।সংবাদ পাওয়া গেলে ওই ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে।জানা যায়,ওই ব্যক্তির মেয়ের দেহেও পাওয়া গিয়েছে করোনা সংক্রমণ।
ওই সাংবাদিকের মেয়ে এ মাসের ১৭ মার্চ ইংল্যান্ড থেকে বিমানে বন্দরে নেমেছিলেন ।এরপর ট্রেনে করে বাড়িতে ফিরেছিলেন ।ওই সময়ই তিনি অনেকের সংস্পর্শে এসে যান।তাঁদের খুঁজে বার করা হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment