afganistanAccident Breaking News World 

কাবুলে বন্দুকবাজের হামলায় হত ১১ শিখ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের এক গুরুদ্বারে অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতী। দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, যেহেতু আফগানিস্তানে শিখরা সংখ্যালঘু সম্প্রদায়, তার জন্যই কী এই হামলা? একই প্রশ্ন করেছেন সাংসদ নরেন্দ্র সিং খোসলা। তিনি জানিয়েছেন, যখন দুস্কৃতীরা হামলা চালায় তখন সেখানে পুলিশ উপস্থিত ছিল। তা সত্বেও তাদের আটকানো যায়নি।

ওই সময় এই গুরুদ্বারে কম-বেশি ১৫০ জন উপস্থিত ছিলেন। তখন হঠাৎ হামলা চালায় দুষ্কৃতীরা। ওই সাংসদ আরও জানান, হামলার সময় তিনি গুরুদ্বারের কাছাকাছি ছিলেন। খবর পাওয়া মাত্রই তিনি ছুটে যান।

এখনও পর্যন্ত হামলার দায় কেউ নেয়নি। অন্যদিকে, তালিবান নেতা জাবিহুল্লাহ মুজাহেদ টুইট করে জানায়, এর সঙ্গে তালিবানদের কোনও যোগ নেই। উল্লেখ্য, মাসের প্রথমদিকে ইসলামিক স্টেটের সহযোগী একটি সংগঠন কাবুলে সংখ্যালঘু শিয়া মুসলমানদের একটি সমাবেশে হামলা চালিয়ে ৩২ জনকে হত্যা করেছিল। আজকের ঘটনার সাথে ওই সংগঠনের কোনও যোগ আছে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা।

প্রসঙ্গত, আফগানিস্তানে বরাবর বৈষম্যের শিকার হয়েছেন সেখানকার শিখরা। জানা গিয়েছে, নব্বইয়ের দশকের শেষদিকে তালিবানদের শাসনের অধীনে তাঁদেরকে হলুদ ব্যান্ড পরে নিজেদের পরিচয় দিতে বলা হয়েছিল, কিন্তু ওই আইনটি কার্যকর করা হয়নি। সেইসময় আফগানিস্তানের অগণিত শিখ এবং হিন্দুরা ভারতে আশ্রয় নিতে চেয়েছিলেন।

Related posts

Leave a Comment