পুরভোটে তৃণমূলের দাপটে জয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা শুরু হয় ৷ পুরভোটেও সবুজ ঝড় অব্যাহত থাকে । প্রায় সব পুরসভাতেই জয়ী হয়েছে তৃণমূল। বেলা গড়াতেই ফলাফল আসতে শুরু করে। দেখা গিয়েছে,বিরোধীশূন্য হল হালিশহর পুরসভা ৷ হালিশহর পুরসভায় নির্বাচনী ফলাফল ২৩-০। জয়ী হল তৃণমূল ৷ মধ্যমগ্রাম পুরসভাও তৃণমূলের দখলে গেল ৷ মধ্যমগ্রাম পুরসভায় ২৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ ২৮টির মধ্যে ২৪টি ওয়ার্ড তৃণমূল দখল করেছে ৷ মধ্যমগ্রাম পুরসভায় মাত্র ৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে বামশিবির। কাঁচরাপাড়া পুরসভাও দখলে ঘাসফুলের। এখানে ২৪-০ফলাফলে জয়ী তৃণমূল।
সব মিলিয়ে অধিকাংশ পুরসভাতেই জয়ী তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওয়ার্ডেও হার বিজেপির। জয়ী হয়েছেন অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়েও বিজেপির পরাজয় হয়েছে। বালুরঘাটে ২৫টির মধ্যে ১৬টি ওয়ার্ডে জয়ী তৃণমূল । পুরসভাও দখল করল তৃণমূল। বিজেপি নেতা ও সাংসদ অর্জুন সিংয়ের গড়েও গেরুয়া বিপর্যয় ঘটেছে। এখানে ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩০টিতে জয়ী তৃণমূল। ভাটপাড়া পুরসভার দখল নিয়েছে তৃণমূল।
অন্যদিকে অধীর চৌধুরীর গড়েও ঘাসফুল ঝড়। প্রথমবার বহরমপুর দখল করল তৃণমূল। ২৮টির মধ্যে ২২টিতে জয় তৃণমূলের । কংগ্রেসের দখলে ৬টি ওয়ার্ড। কংগ্রেসকে পরাজিত করে প্রথমবার তৃণমূলের দখলে গেল জয়নগর- মজিলপুর পুরসভাও । ১৬টির মধ্যে ১৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল । কংগ্রেসের দখলে ১টি ওয়ার্ড। বিরোধীশূন্য হয়েছে কাঁচরাপাড়া, হালিশহর, ঘাটাল, বারাকপুর ও নৈহাটি পুরসভা।
তাম্রলিপ্ত পুরসভায় তৃণমূলের প্রত্যাবর্তন ঘটল। ফলাফল: মোট ওয়ার্ড ২০। তৃণমূল – ১৮। বিজেপি – ২। খড়্গপুর পুরসভার ফলাফল :মোট আসন ৩৫। তৃণমূল- ২০, বিজেপি – ৬, কংগ্রেস – ৬, বাম – ২,নির্দল – ১। তাহেরপুর পুরসভা দখলে রাখল বামেরা । ৮টিতে বামফ্রন্ট জয়ী এবং ৫টিতে তৃণমূল ৷ মেদিনীপুর পুরসভার মোট আসন ২৫। তৃণমূল – ২০,সিপি আই এম – ৩ কংগ্রেস – ১ ও নির্দল – ১। অশোকনগর -কল্যাণগড় পুরসভার তৃণমূল ২০, সিপি আই এম ২,কংগ্রেস ১ ও বিজেপি ০। (ছবি : সংগৃহীত)

