ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা রুবেন ডায়াস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার রুবেন ডায়াস ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে তিনি এই সম্মান অর্জন করলেন। অন্যদিকে বছরের সেরা ম্যানেজার নির্বাচিত হলেন ম্যান সিটির পেপ গুয়ার্দিওলা। এই নিয়ে তৃতীয়বার তিনি এই পুরস্কার পাওয়ার সম্মান অর্জন করেছেন। উল্লেখ করা যায়, পেপ গুয়ার্দিওলার সঙ্গে সেরা ম্যানেজারের দৌড়ের তালিকায় ছিলেন মার্সেলো বিয়েলসা, ডেভিড মোয়েস ও ব্রেন্ডন রজার্স।

