রাষ্ট্রপুঞ্জের অভিমত: দারিদ্র দূরীকরণে সাফল্য ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাষ্ট্রপুঞ্জের অভিমত, ভারতে লক্ষ্যণীয় ভাবে দারিদ্র দূরীকরণে সাফল্য অর্জন করা গিয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে ২০০৫সালের মাঝামাঝি থেকে ২০১৬সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ২৭.৩ কোটি মানুষ দারিদ্রসীমা থেকে উঠে আসতে পেরেছে। রাষ্ট্রপুঞ্জের ডেভলপমেন্ট প্রোগ্রাম ও অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ইনিশিয়েটিভের (ওপিএএইচআই ) পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশের মধ্যে ৬৫ টি দেশ নানা ক্ষেত্রে দারিদ্র কমাতে সফল হয়েছে। দারিদ্র দূরীকরণের মাপকাঠিতে যে সমস্ত বিষয়গুলিকে রাখা হয়েছিল তার মধ্যে দুর্বল স্বাস্থ্য, শিক্ষার অভাব, হিংসার প্রবণতা ও নিম্ন মানের জীবনযাপন বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত ১০ বছরে রেকর্ড সংখ্যক মানুষকে দারিদ্রের কবল থেকে তুলে আনতে সক্ষম হয়েছে।রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারত সহ নিকারাগুয়া, আর্মেনিয়া, উত্তর ম্যাসিডোনিয়া মাত্র ৫ বছরেই দারিদ্রের মাপকাঠির নিরিখে অর্ধেক সফলতা পেয়ে গিয়েছিল। উল্লেখ্য, বিশ্বের জনসংখ্যার একপঞ্চমাংশই এই দেশগুলোতে রয়েছে, যারমধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর দেশ। এতিহ্যগত দিক দিয়ে বিভিন্নতা থাকলেও এই দেশগুলি দারিদ্রের হাত থেকে অনেক মানুষকে বের করে আনতে পেরেছে। ভারত জাতীয় স্তরে দারিদ্র দূরীকরণের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে পেরেছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে।

