ESIC HospitalHealth Others 

ইএসআইসি হাসপাতালে অযথা রোগীকে রেফার নয়, কেন্দ্রীয় পদক্ষেপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতিতে হাসপাতালগুলিতে অন্য রোগী যাতে খুব বেশি ভর্তি না হয়, সে বিষয় নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি)। ইএসআই ডিসপেনসারিগুলিকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়াও হয়েছে। ওই নির্দেশে বলা হয়েছে, কোনও কারণ ছাড়াই রোগীকে ইএসআই হাসপাতালে “রেফার” করা যাবে না। প্রয়োজনীয় যা চিকিৎসা তা সংশ্লিষ্ট ডিসপেনসারিগুলিকেই করতে হবে। ইতিমধ্যেই দেশের সমস্ত ইএসআইসি ডিসপেনসারি এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকদের চিঠি দিয়েছেন কর্মচারী রাজ্য বিমা নিগমের অফিসার-অন-স্পেশাল ডিউটি (মেডিক্যাল) ডাঃ নবীন সাক্সেনা। সরকারি সূত্রে জানানো হয়, বিভিন্ন সময় দেখা গিয়েছে, কোনও ইএসআই গ্রাহক কর্মচারী রাজ্য বিমা নিগমের অধীনে থাকা ডিসপেনসারিতে চিকিৎসার জন্য এলে তাঁর হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে কি না, তা ভাল করে খতিয়ে না দেখে ওই গ্রাহককে ইএসআইসি-র কোনও হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এরফলে অনেক সময়ই হাসপাতালেও রোগীদের ভিড় বেড়ে যায়। গ্রাহকদেরও হয়রানির মুখোমুখি হতে হয়। উল্লেখ্য, শ্রমমন্ত্রক বিপর্যস্ত পরিস্থিতির মোকাবিলায় সারা দেশের মোট ৩০টি ইএসআইসি হাসপাতালে ৮৯৮টি আইসোলেশন বেড তৈরি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে যাতে অযথা ডিসপেনসারিগুলি থেকে “রেফার” হওয়া রোগীরা ইএসআইসি হাসপাতালে ভর্তি হয়ে ভিড় না বাড়াতে পারেন, তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের।

Related posts

Leave a Comment