sourav-ganguly with iskcon committeeBreaking News Others 

ফের সহস্রাধিক মানুষকে খাদ্যদ্রব্য দিলেন মহারাজ এবং সংবাদকর্মীদের জন্য পিপিই পোশাক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বেলুড় মঠে ২ হাজার কেজি চাল বিতরণের পর, আজ শনিবার ইস্কন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে লকডাউন চলা পর্যন্ত ১০ হাজার মানুষের খাবার যোগান দেওয়ার কথা ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন দুপুরে গুরুসদয় রোডের ইস্কন মন্দিরে যান সৌরভ এবং দুঃস্থ -প্রান্তিক মানুষজনের হাতে চালের প্যাকেট তুলে দেন বোর্ড প্রেসিডেন্ট। মন্দির কর্তৃপক্ষকেও ১ হাজার কেজি চাল। দরকারে আরও সাহায্যের প্রতিশ্রুতি দেন মহারাজ।

বোর্ড প্রেসিডেন্ট এদিন জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের মাধ্যমে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে লকডাউনের সময় গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মন্দির কর্তৃপক্ষের তরফে এদিন, শনিবার বিকেল সাড়ে চারটায় প্রতিবেদককে ফোনে জানানো হয়, “সৌরভ নিজে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং সাহায্যের কথা জানান। আজ নিজে এসে চাল তুলে দিয়ে সাহায্য করেন”।

শুধু গরিবের মুখে ভাত জোগানোই নয়, রাজ্যের স্বাস্থ্য ও মিডিয়া কর্মীদের জন্য পিপিই পোশাকও কিনছেন সৌরভ। শহরের সমস্ত মিডিয়া হাউস ও করোনা যুদ্ধে সামিল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে সেই পোশাক।

Related posts

Leave a Comment