Advocate High CourtLifestyle Others 

জামিনের শুনানিও ভিডিও কনফারেন্সেই, দাবি আইনজীবীদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভিডিও কনফারেন্সে জামিনের শুনানি হোক, এমনটাই চাইছেন আইনজীবীরা। বিপর্যস্ত পরিস্থিতিতে কলকাতা-সহ রাজ্যের প্রতিটি মহকুমা স্পেশাল কোর্টে জামিনের শুনানি হোক ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আইনজীবীদের একাংশ এমনই অভিমত জানিয়েছেন। বিভিন্ন নিম্ন আদালতে শুরু হয়েছে জামিনের আবেদনের শুনানি। এক্ষেত্রে আইনজীবীদের একটা অংশ জানিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হলে সময় যেমন বাঁচবে, তেমনই বিপর্যস্ত পরিস্থিতির মোকাবিলাও অনেকাংশে সহজ হবে। প্রবীণ আইনজীবীরা এ বিষয়ে জানালেন, দেশের বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে আদালত রয়েছে, সেখানে এই আধুনিক ব্যবস্থা পূর্বেই চালু রয়েছে। এখানে প্রতিটি কোর্টে সেই ব্যবস্থা চালু হলে পরবর্তী দিনে সমস্যা অনেকটাই মিটবে। ওই আইনজীবীদের এ প্রসঙ্গে বক্তব্য, সমস্ত কোর্টে ভিডিও ব্যবস্থা না থাকার কারণে শুনানির দিনে বিভিন্ন কেন্দ্রীয় ও উপ-জেল থেকে বন্দিদের আদালতে হাজির করাতে হচ্ছে। অন্যদিকে ওই আইনজীবীরা আরও জানিয়েছেন, ভিডিও ব্যবস্থা পুরোপুরি চালু হলে বন্দি পালানোর ঘটনাও অনেক কমবে। সরকারি অর্থও অনেকটা সাশ্রয় হবে। ব্যাঙ্কশাল, আলিপুর ও শিয়ালদহ আদালতের আইনজীবীদের একটা অংশের বক্তব্য, অনেক ক্ষেত্রে আদালত থেকে বন্দি পালানোর নজির রয়েছে। ব্যাঙ্কশাল, নগর দায়রা আদালত থেকেও বন্দি পালানোর নজির রয়েছে। আবার অন্যদিকে সরকারি আইনজীবীদের একাংশ জানিয়েছেন, বিভিন্ন আদালতে ওই নয়া ব্যবস্থা চালু হচ্ছে। আশা করা যায়, আগামী দিনে মহকুমার প্রতিটি কোর্টে ওই ব্যবস্থা লাগু হবে।

Related posts

Leave a Comment