বিশ্ব ব্যাঙ্কের ১০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ ভারতকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিপর্যস্ত পরিস্থিতিতে ভারতকে ১০০ কোটি মার্কিন ডলার বিশ্ব ব্যাঙ্কের। প্রাথমিক ধাপে ১৯০ কোটি ডলার বরাদ্দ করেছে বিশ্ব ব্যাঙ্ক। সবমিলিয়ে ২৫টি দেশে যাবে এই আর্থিক সাহায্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় ভারত দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়েছে বলে জানিয়েছে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডাক্তার ডেভিড নাবারো ভারতের পদক্ষেপকে অনেক দেশের তুলনায় এগিয়ে রেখেছেন। বিশ্ব ব্যাঙ্ক সূত্রে আরও জানানো হয়েছে, বরাদ্দ ১০০ কোটি মার্কিন ডলারের সাহায্যে ভারতে আক্রান্তদের “কন্ট্যাক্ট” খুঁজে বের করা, রোগ যাচাই, ল্যাবরেটরি ডায়াগনসিস, নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরি ও পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্টের বন্দোবস্ত করার ক্ষেত্রে সুবিধা হবে।