rosesEnviornment Others 

গোলাপেই মেতে আছেন আগ্রহী অনেক মানুষ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিপর্যয় পরিস্থিতি।অনেক সময় হাতে। অনেকে গোলাপ বাগানে বাড়তি নজর দিচ্ছেন। পুস্পপ্রেমীরা এখন নজর দিচ্ছেন গোলাপের দিকেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোলাপের মরসুম। ওই সময় ফুল ধরে। এর পরে গাছের বৃদ্ধি বন্ধ হয়। গোলাপ চর্চা করা অনেকেরই অভ্যাস রয়েছে। অন্য কাজের অবসরে অনেকে আবার এসব নিয়েই মেতে থাকেন। হাতে পর্যাপ্ত সময় তাই গোলাপ পরিচর্চাতেই অনেকে মেতে রয়েছেন। অনেকে আবার পরীক্ষা -নিরীক্ষা করছেন গোলাপ নিয়েই। বিভিন্ন ধরনের ও বিভিন্ন জাতের গোলাপ দেখা যায় অনেক বাড়িতেই। বাড়ির ছাদেও রকমারি গোলাপের চাষ হয়। গোলাপ চাষ করা এক ব্যক্তির কাছ থেকে জানা গেল, তাপমাত্রা ৩০ থেকে ৩২ডিগ্রি হলেই গোলাপ গাছ আর খাবার নিতে পারে না।গ্রোথ অনেকটাই থমকে যায়। তবে এখন গোলাপ গাছে গ্রোথ দেখা যাচ্ছে। অসময়ে গ্রোথ চর্চাও বেড়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লী, বেঙ্গালুরু,হায়দ্রাবাদ,সহ দেশের বিভিন্ন প্রান্তের গোলাপ প্রেমীরা চর্চা বাড়িয়েছেন এ সব নিয়ে। পৃথিবীখ্যাত অনেক বহুবিধ গোলাপের সন্ধানও পাওয়া যায় আমাদের দেশেই। সব মিলিয়ে এই পরিস্থিতিতে গোলাপেই মেতে আছেন আগ্রহী অনেক মানুষ।

Related posts

Leave a Comment