ExibitionEntertainment Lifestyle Others 

“অ্যালকাইল স্প্রিং ফেস্ট-২০২০” অনুষ্ঠান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামীকাল লেক রেঞ্জের “গ্যালারি গোল্ড”-এ অনুষ্ঠিত হতে চলেছে “অ্যালকাইল স্প্রিং ফেস্ট-২০২০”। জানা গিয়েছে, অ্যালকাইল গোষ্ঠীর এই প্রদর্শনীতে থাকবে কয়েকটি বিভাগ। আরও জানা গিয়েছে, একটি অংশে থাকছে আলোকচিত্রের প্রদর্শনী। অন্য একটি অংশে থাকছে বিভিন্ন ক্ষুদ্র ও কারুশিল্পের কাজ। প্রথমদিনের সন্ধ্যায় থাকবে “স্টোরি অব স্টার্ট-অ্যাপস”- নতুন কিছু স্বয়ম্ভর ব্যবসায়ী গোষ্ঠীর আলাপচারিতাও তাদের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোকপাত। কর্মবিস্তৃতি ও বিভিন্ন সীমাবদ্ধতার বিভিন্ন কথাও থাকছে। ট্যাভেলিস্তান ক্যাফে, ইজিফিস ক্যাম্পিং, পেপারকাপ, এডুলার্ন-এর মতো কিছু ব্যবসায়ী গোষ্ঠী এখানে আসছে। এরপর দ্বিতীয়দিনে থাকবে সঙ্গীত ও লাইভ পারফরম্যান্স প্রভৃতি। চলবে দুপুর ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত।

Related posts

Leave a Comment