Nazrul TirthaEntertainment Others 

ভারত-বাংলাদেশ বন্ধুত্বের স্বীকৃতিতে শিল্প প্রদর্শনী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর। নিউ টাউনের নজরুল তীর্থে অনুষ্ঠিত হল দু-দেশের এক ঝাঁক শিল্পীর আঁকা ছবি ও ভাস্কর্যের প্রদর্শনী। এপার-ওপার বাংলার দু-দেশের বন্ধুত্বের অর্ধ-শতককে স্মরণীয় করে রাখতে “চিত্রপট” শিরোনামে সাংস্কৃতিক বিনিময়ের আয়োজন করে “হিডকো” এবং “আই অ্যাম কলকাতা”র সহযোগিতায় “কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ”। আন্তর্জাতিক এই শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন “হিডকো”র চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের উপরাষ্ট্রদূত আবিদ হোসেন।

Related posts

Leave a Comment