নারী দিবসে মহিলা কমিশনের প্রয়াস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নারী দিবস উপলক্ষে রাজ্যের মহিলা কমিশন বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মহিলাদের সম্মানিত করে থাকে। তাঁদের প্রতিকূল পরিস্থিতিতে কাজের জন্য সম্মান জানায় মহিলা কমিশন। এই সব মহিলাদের মধ্যে কেউ অ্যাসিড আক্রান্ত, আবার কেউ বাল্যবিবাহ রুখে দিয়েছেন। পথশিশুদের জন্য ভ্রাম্যমাণ স্কুলের কান্ডারিদেরও খোঁজ মেলে। আবার শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অনেকেই এগিয়ে চলেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেকেই পাচার হয়ে ফিরে এসে নতুন উদ্যোমে কাজ করছেন। বিজয়ীদের হাতে স্মারক, উত্তরীয় ও ১৫ হাজার টাকার চেক তুলে দিয়ে সম্মানিত করল মহিলা কমিশন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সঙ্ঘমিত্রা ঘোষ ও লীনা গঙ্গোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।