lawEntertainment 

আদালতের নির্দেশ:খুলে গেল চুঁচুড়ার পার্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবশেষে হাইকোর্টের নির্দেশে খুলে গেল হুগলি- চুঁচুড়ার বিনোদন পার্কটি।নিয়মবহির্ভুত কাজকর্মের অভিযোগে গত বছর সেপ্টেম্বরে মাসে পার্কটি বন্ধ করে পুলিস। পার্কের মালিকের সঙ্গে কিছু পুরুষ ও মহিলা বোর্ডার কে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তার জন্য অসংখ্য কর্মীর কাজ চলে যায়। পার্কের মালিক অভিজিৎ বিশ্বাস জামিন পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।তার আইনজীবী বলেন মামলা চলার সময় পার্কটি জেলাশাসক বা মহকুমা শাসক বন্ধ করার নির্দেশ দিতে পারেন।সেটি পুলিশের এক্তিয়ার নেই। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সব কিছু বিচার বিবেচনা করে পার্কটি খোলার অনুমতি দেন । অভিজিতবাবুকে বলা হয় তিনি পার্কটি পাঁচ মাস বন্ধ থাকার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন নিম্ন আদালতে। গতকালই পুলিস পার্কটি খুলে দেয়। অভিজিৎবাবু আরও বলেন, তাকে সম্মানহানির পার্কটিকে বন্ধ করা হয়েছিল। তবে বিচারাধীন মামলাটির রায় বের হলেই পুলিশের বিরুদ্ধে মামলা করবেন বলে যান যায়।

Related posts

Leave a Comment