geographiOthers 

করোনা আতঙ্ক এবার আন্তর্জাতিক সেমিনারেও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৪তম ইণ্টারন্যাশনাল ভূগোল ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগের অডিটোরিয়ামে৷ কেবলমাত্র করোনা আতঙ্কে এবার এই সেমিনারে দেশি-বিদেশি বহু প্রতিনিধি আসেননি৷ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এই সেমিনার এবং তা চলবে ৩দিন৷ এই সেমিনারে দেশি-বিদেশি মিলে প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশ নেবার কথা ছিল৷ শেষ মূহূর্তে চীন, থাইল্যাণ্ড এবং জাপানের প্রতিনিধিরা এই সেমিনারে উপস্থিত হননি৷ এবং শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কিছু কারণে বাংলাদেশি কিছু প্রতিনিধিও এই সেমিনারে উপস্থিত হতে পারেননি৷ না আসার পিছনে মূলত রয়েছে করোনা আতঙ্ক৷ আয়োজক কমিটির অনেকেই এমনটা মনে করছেন৷

Related posts

Leave a Comment