Water BusOthers Travel 

গঙ্গাসাগর চলে এল ঘরের পাশে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গঙ্গাসাগর এবার আরও কাছে। মাত্র ৩ ঘন্টার মধ্যে কলকাতা থেকে সোজা চলে যাওয়া যাবে সাগরে। কপিল মুনির মন্দির-সহ সব কিছু দেখে সন্ধ্যার মধ্যে আবার ফিরে আসতে পারবেন কলকাতায়। কলকাতা ও গঙ্গাসাগরের মধ্যে ওয়াটার বাস পরিষেবা চালু হল। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত জলযান। জলপথে খুব কম সময়ে পৌঁছনো যাবে গঙ্গাসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে। এক্ষেত্রে কোনও যানজটে আটকে পড়ার ভয় নেই। আবার ভেসেল ধরার জন্য জোয়ার ভাটার দিকে তাকিয়ে থাকতে হবে না। দূষণমুক্ত পরিবেশে গঙ্গার দু-পাড়ে গ্রামবাংলার শোভা দেখতে দেখতে পৌঁছে যাবেন সাগরদ্বীপে। জানা গিয়েছে, রোজ সকাল ৭টায় কলকাতা থেকে ছাড়বে এই জলযান। গঙ্গাসাগরে পৌঁছে যাবে ১০টার মধ্যে। সুন্দরবন ভ্রমণে যেতে আগ্রহীরা নামখানায় নামতে পারবেন। আবার বিকেল ৩টে নাগাদ গঙ্গাসাগর থেকে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যার মধ্যে কলকাতায় ফিরে আসবে। এক্ষেত্রে জানা গিয়েছে, সাধারণ ক্লাসের ভাড়া মাথাপিছু হাজার টাকা। একজিকিউটিভ ক্লাসের ভাড়া ১৪০০ টাকা। সঙ্গে মিলবে ফ্রি স্ন্যাক্স। শুধু যাত্রী পরিষেবা নয়, অসুস্থ রোগীদের এই জাহাজে করে কলকাতার হাসপাতালে পৌঁছে দেওয়াও হবে। এক্ষেত্রে দুটি আসন সংরক্ষিত থাকবে।

Related posts

Leave a Comment