Aditya TioariLifestyle Others 

আন্তর্জাতিক নারী দিবসে “বিশ্বের শ্রেষ্ঠ মা” আদিত্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “মা” শব্দটি নারীত্বের পূর্ণতা। জন্মের পর থেকে “মা”-কে চিনতে শেখে শিশু। আবার বাবাকে ঘিরেই যার জগৎ, তার কাছে সিঙ্গল ফাদার মায়ের থেকে কম নয়। একা সন্তান সামলানো পিতাও শ্রেষ্ঠ মাতৃত্বের উদাহরণ হতে পারে। তা প্রমাণ করে দিয়েছেন পুনের ৩১ বছর বয়সী আদিত্য তিওয়ারি। জানা গিয়েছে, ডাউন সিন্ড্রোমে আক্রান্ত একটি শিশুকে দত্তক নেওয়ার পর মায়ের মতোই দায়িত্ব পালন করেছেন আদিত্য। সেই সাফল্যকে সাধুবাদ জানাতে আন্তর্জাতিক নারী দিবসে আদিত্য তিওয়ারিকে “বিশ্বের শ্রেষ্ঠ মা”-এর শিরোপায় সম্মানিত করতে চলেছে বেঙ্গালুরুর সংগঠন “ডব্লিউএমপাওয়ার”। মহিলা ক্ষমতায়নে কাজ করা এই সংগঠন ভিন্নরকম মাতৃত্বকে স্বীকৃতি দিয়ে থাকে। প্রসঙ্গত, এবার পুরস্কার প্রাপকের তালিকায় আদিত্য ছাড়াও রয়েছেন কলকাতার কন্যা জিজা ঘোষও। পোলিও আক্রান্ত জিজা ৫ মাসের একটি কন্যাসন্তানকে দত্তক নিয়ে মাতৃত্বের লড়াইয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Related posts

Leave a Comment