আজ সন্ধ্যে ৭টায় ফের গ্যালারি কাঁপাবে শচীন-শেহবাগ ওপেনিং জুটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শচীন-শেহবাগ ওপেনিং জুটির খেলা যারা দেখেছেন তাদের জন্য বিরাট সুখবর। ফির আসতে চলেছে সেই পুরনো দিন। ফের দেখা যাবে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগকে ওপেনিং করতে। অন্যদিকে, শচীনের সঙ্গে মাঠে নামার জন্য শেহবাগও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উল্লেখ্য, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে একই দলের হয়ে খেলবেন দুই কিংবদন্তি খেলোয়াড় শচীন-শেহবাগ। আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটাররা একে অপরের বিরুদ্ধে খেলবেন। এই সিরিজের মূল লক্ষ্য পথ সুরক্ষা নিয়ে সচেনতা বাড়ানো। ভিরুর বক্তব্য, “আমি তো শচিনের সঙ্গে আবার মাঠে নামার জন্য অপেক্ষা করছি। ওর সঙ্গে বহু ম্যাচ খেলেছি। কিন্তু এর মাঝে কেটে গিয়েছে অনেক বছর। তার পর থেকে কেবলমাত্র অলস্টার ম্য়াচ খেলেছি। এতদিন পর আবার ওর সঙ্গে খেলার সুযোগ পেয়েছি।” । ম্যাচ হবে টি-২০ ফরম্যাটের এই সিরিজে পাঁচটি দেশ অংশ নেবে। এখানে ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটাররাই খেলবেন।