সমুদ্রগর্ভ থেকে মিলল দাভোলকর খুনে ব্যবহৃত পিস্তল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গভীর সমুদ্রের খাঁড়ির নিচের বালির তলা থেকে প্রায় ৮ বছর আগের একটি মার্ডার ওয়েপন সন্ধান করে দৃষ্টান্ত স্থাপন করল সিবিআই। জানা গিয়েছে, খুনের দীর্ঘদিন বাদে জলের প্রায় ৪০ ফুট নিচে বালির গভীরে থাকা পিস্তল উদ্ধার করে নরেন্দ্র দাভোলকর হত্যা-রহস্যের সমাধানে কয়েক কদম এগিয়ে গেল সিবিআই। উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট মাসে এই খুনের ঘটনায় গোটা দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। খুনে ব্যবহৃত বন্দুকটি খুঁজে না পাওয়ায় তথ্য প্রমাণ আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সিবিআই অফিসাররা। হাল না ছেড়ে একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলে। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। সিবিআইয়ের গোয়েন্দারা অনুমান করেন পুনের কাছে একটি হ্রদের জলের নিচে থাকার সম্ভাবনা রয়েছে “মার্ডার ওয়েপন”টির। এরপর দুবাইয়ের “এনভিটেক মেরিন কনসালট্যান্ট” নামের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে সমস্যার কিনারা হয়।