accdeintOthers 

দত্তাবাদে EM বাইপাসের ওপর দুর্ঘটনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গতকাল রাত ৩ টে নাগাদ EM বাইপাসের ওপর দত্তাবাদে একটি অ্যাপ ক্যাবকে পাশ কাটাতে গিয়ে বাড়িতে ঢুকে পড়ল লরি। এতে এক দম্পতি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়ি ও লাগোয়া দোকান।
সায়েন্স সিটি থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় বেঙ্গল কেমিক্যালের কাছে একটি অ্যাপ ক্যাবকে পাশ কাটাতে গিয়ে লরি চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি উল্টো দিকের লেনে গিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। আহত হন ওই বাড়ির বাসিন্দা এক দম্পতি। তাঁদের সন্তান অল্পের জন্য রক্ষা পায়।আহত দম্পতি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরে ক্রেন দিয়ে লরিটি সরানো হয়। লরি চালক পলাতক।

Related posts

Leave a Comment