নারী দিবসে বিশ্ব জয়ের লক্ষ্যে হরমনপ্রীতরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নারী দিবসে মহিলা ক্রিকেটের ফাইনাল। বিশ্ব জয়ের দোড়গোড়ায় হরমনপ্রীতরা। আন্তর্জাতিক নারী দিবসে চ্যাম্পিয়নের লক্ষ্যে ভারত মাঠে নামছে। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। হরমনপ্রীতদের সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতাটাই চ্যালেঞ্জ। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ৪ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াই ফেভারিট। অন্যদিকে বলা হচ্ছে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচের মতো ফের অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা রাখে ভারত। মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত জানালেন, লিগ পর্বে আমরা অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছি। তবে রবিবার নতুন একটা ম্যাচ। আমাদের তাই আগের জয়গুলোর কথা ভুলে গিয়ে ফের নিজেদের সেরাটা দিতে হবে। আমার দল চাপের মুহূর্তেও ভেঙে পড়ে না। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখি। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠে ভারত ক্রিকেটে বিশ্ব জয় করতে পারবে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন আপামর ভারতবাসী।