dakshineswar-noapara metroBreaking News Travel 

পুজোর আগেই জুড়ে দেওয়া হবে দক্ষিণেশ্বর মেট্রো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। দক্ষিণেশ্বরে যাঁরা পুজো দিতে যাবেন তাঁদের জন্যও। পুজোর আগেই জুড়ে দেওয়া হবে দক্ষিণেশ্বর মেট্রো। ট্রেনে চেপে সোজা চলে যাবেন কালী মাতার দুয়ারে। কোনও কিছুই আর বাধা হবে না। সরাসরি চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর। মেট্রো সূত্রের খবর, ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু করে দেওয়া হবে। ওই রুটে ট্রায়াল রান শুরু হবে খুব শীঘ্রই। মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে, ট্রায়াল রান শুরু হওয়ার পর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস-এর কাছে আবেদন করা হবে ছাড়পত্রের জন্য। ছাড়পত্র এলেই শুরু হবে নতুন যাত্রা। কবি সুভাষ থেকে নোয়াপাড়া, এখন মেট্রোর এটিই রুট। নোয়াপাড়ার পর এবার যুক্ত হতে চলেছে আরও দুটি স্টেশন- বরানগর এবং দক্ষিণেশ্বর।

Related posts

Leave a Comment