Snapshot_0Breaking News Video 

স্ত্রী-র উপর নির্যাতনের অভিনব শাস্তি পাকদহ গ্রামে

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আইনকে হাতে তুলে নিল গ্রামের মাতব্বররা। ঘটনাটি ঘটেছে বারাসাত ২নং ব্লকের পাকদহ গ্রামে। অভিযোগ, যে কাজ করার কথা পুলিশ প্রশাসনের, সেই কাজ করল গ্রামের মাতব্বররা। শাসক দলের সভাপতির অঙ্গুলিহেলনে এই কাজ হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বারাসত ২ নং ব্লকের শাসনের পাকদহ গ্রামে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মাথা মুড়িয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ হয় বলে অভিযোগ। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, শাসন থানার পাকদহ গ্রামের কালাম নাম ওই যুবক দীর্ঘ তিন বছর ধরে নিজের স্ত্রী-র উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল। এই অভিযোগে ওই যুবককে মারধর করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নেড়া করে গ্রাম ঘোরানোর হয়। ওই যুবকের স্ত্রীর অভিযোগ, এই নিয়ে একবার গ্রামে সালিশি করে মিটিয়েও নেওয়া হয়। একাধিকবার পুলিশে অভিযোগও জানানো হয়। কিন্তু তার পরও স্ত্রীকে অত্যাচার করত। ওই যুবকের স্ত্রীর আরও অভিযোগ, গতকালও তাঁকে মারধর করা হয়। তারপর পাড়ার লোকজন যুবককে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নেড়া করে গ্রাম ঘোরানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Related posts

Leave a Comment