আফ্রিকান ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাসিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আফ্রিকান ফুটবল ফেডারেশনের প্রধান আহমেদ আহমেদকে ৫ বছরের জন্য নির্বাসিত করেছে ফিফা। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। উল্লেখ করা যায়, ২০১৭সাল থেকে আফ্রিকান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন আহমেদ। ২০২১ সালে তিনি আবারও নির্বাচনে দাঁড়াতেন। তার পূর্বে ফিফা এই শাস্তি দিয়েছে বলে খবর। পাশাপাশি আহমেদকে জরিমানাও দিতে হবে বলে জানা যায়।

