মানবদেহে করোনার প্রথম টিকা আমেরিকায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মানবদেহে শরীরে প্রথম করোনা ভাইরাসের টিকা প্রয়োগ করল আমেরিকা।সিয়াটলে এই পরীক্ষা চালিয়েছেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে এই কাজে যুক্ত করা হয়েছে। যাদের বয়স ১৮ থেকে ৫৫-র মধ্যে। জানা গিয়েছে, দেড়মাস ধরে এই প্রক্রিয়াটি চলবে।আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রথম ব্যক্তির শরীরে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ করা হয়েছে। এই টিকা প্রথম দেওয়া হয়েছে জেনিফার হেলারকে। যার বয়স ৪৩। জানা যায়, সিয়াটলের এই বাসিন্দা প্রযুক্তি সংস্থার অপারেশনস ম্যানেজার। তিনি ২ সন্তানের জননীও। ওই মহিলা নিজের শরীরে স্বেচ্ছায় এই পরীক্ষা করার সুযোগ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে জানিয়েছেন, মানব শরীরে করোনার টিকা পরীক্ষা শুরু হয়েছে জেনে খুশি। এত দ্রুত এই টিকা তৈরির উদাহরণ ইতিহাসে তেমন নেই। প্রাথমিকভাবে সন্তোষজনক ফল মিলেছে বলেও জানিয়েছেন তিনি। আরও জানা যায়, টিকার নাম এমআরএনএ-১২৭৩। এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ডক্টর লিসা জ্যাকসন। তাঁর মন্তব্য, আমরা এখন টিম করোনাভাইরাস। এই জরুরি অবস্থায় সকলেই চাইছে, নিজের পক্ষে যতটা সম্ভব তাই করতে। করোনার কথা কয়েক মাস আগেও কেউ জানত না। আর রোগ ছড়ানোর ২ মাসের মধ্যে তার টিকা বার করে ফেলা নজিরবিহীন।পাশাপাশি সাধারণ মানুষকে এই টিকা দেওয়া সম্ভব হবে কিনা তা এখনও বোঝা সম্ভব নয় বলে মন্তব্য করেন লিসা। তাঁর আরও বক্তব্য, করোনার টিকা নিয়ে যত গবেষণা চলছে তার বেশিরভাগই টার্গেট করেছে স্পাইক নামে একটি প্রোটিনকে। পেরেকের মত করোনার জীবাণুর মাথায় উঁচিয়ে থাকে সে, প্রবেশ করে মানবকোষে। তবে ১২ থেকে ১৮ মাসের মধ্যে এই টিকা সব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব নয় বলেও মনে করেছেন চিকিৎসক- গবেষকরা।