Bike TaxiLifestyle Others 

বাইক ট্যাক্সিতে নতুন কর্মসংস্থানের চাবি

আমার বাংলা অনলাইন নিউ ডেস্ক: দু-চাকার বাণিজ্যিক যানকে “বাইক ট্যাক্সি” সংজ্ঞা দিয়ে করের আওতায় আনল পশ্চিমবঙ্গ সরকার। এর জন্য “দ্য ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ট্যাক্স অ্যামেন্ডমেন্ট বিল” পাশ হল বিধানসভায়। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে জানিয়েছেন, আশা করছি, আগামী অর্থবর্ষ থেকে এই নতুন আইন চালু করে দশ হাজার তরুণ-তরুণীর হাতে কর্মসংস্থানের চাবি তুলে দিতে পারব। বিধানসভায় তিনি বলেন, “বাইক ট্যাক্সি” নামাতে চেয়ে ১০ হাজার আবেদন জমা পড়েছে। “বাইক ট্যাক্সি”-কে যেসব নিয়ম মানতে হবে, সেগুলি সম্পর্কেও ব্যাখ্যা দেন পরিবহনমন্ত্রী।
কর্মসংস্থানের প্রসঙ্গে গতিধারা প্রকল্পের সাফল্যের কথা উল্লেখ করে তিনি জানান, গত কয়েক বছরে এই প্রকল্পে প্রায় ৪০ হাজার কর্মসংস্থান হয়েছে। ২০১৯-২০ বর্ষে আরও ১২ হাজার আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন বলে আশা করা যায়।

Related posts

Leave a Comment