রুপা রায়চৌধুরী ভূষিত ‘বঙ্গপ্রমীলা’ ও ‘নারী সন্মান’-এ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বর্তমানে বিশ্বে মানুষের মৃত্যু মিছিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এই সময় মানুষের পাশে ডাঃ রুপা রায়চৌধুরী। এক সময় প্রখ্যাত চিকিৎসক ডাঃ কৌশিক রায়চৌধুরীর স্ত্রী হওয়ার সুবাদে আন্তরিকভাবে স্বামীর সঙ্গে তিনি বেশ কিছু বছর ছুটে চলেছেন প্রান্তিক গ্রামগুলিতে। নারী দিবসের প্রাক্কালে তাঁর হাতে এল জোড়া সন্মান। জানা গিয়েছে, ইন্ডিয়ান ফটো এন্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গ প্রমীলাকৃতী রত্ন সন্মান যেমন পেয়েছেন । তেমনিই পেয়েছেন সরশুনা এথিক্যাল লাইফ ফাউন্ডেশন ও শ্রাবন্তী কলা কেন্দ্রের পক্ষ থেকে নারী সন্মাম ২০২০। আয়োজকদের পক্ষ থেকে সম্পাদিকা ডলি শেঠ সহ প্রদীপ বড়াল, সোমা রায় ও বিজয় শেঠ এবং অন্যদিকে সেলফ এর প্রাণপুরুষ দেবব্রত রায় ও প্রতিম ব্যানার্জিরা রুপা রায়চৌধুরীর কর্মকান্ডের বিষয়টি সকল মহিলাদের কাছে তুলে ধরেন।