Subrata Mukhopadhyay-1Lifestyle Others 

প্রয়াত সাতের দশকের বিশিষ্ট লেখক সুব্রতবাবু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশিষ্ট সাহিত্যিক সুব্রত মুখোপাধ্যায় (৬৯) প্রয়াত হলেন। জন্ম হয় উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। যকৃতের সমস্যায় ভুগছিলেন তিনি। ছোটবেলা থেকেই লেখার প্রতি আগ্রহী ছিলেন। সাতের দশক থেকেই বাংলা সাহিত্যে উজ্জ্বল ব্যক্তিত্ব হয়ে উঠেন তিনি। অনেক বইও লিখেছেন। তাঁর অন্যতম উপন্যাসগুলি হল- “রসিক”, “পৌর্ণমাসি”, “মধুকর”, “বিষহর” ও “সন্ত্রাস”। পাশাপাশি রামপ্রসাদ সেন ও তৎকালীন সমাজকে নিয়ে লিখেছিলেন “আয় মন বেড়াতে যাবি”। লেখালিখির জন্য পেয়েছেন অজস্র পুরস্কার। ২০১২ সালে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান “বীরাসন” উপন্যাসের জন্য। আবার পেয়েছেন বঙ্কিম পুরস্কার এবং সমরেশ বসু পুরস্কারও।

Related posts

Leave a Comment