সম্মানিত প্রাক্তন বক্সার ফ্লয়েড মেওয়েদার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সম্মানিত ফ্লয়েড। সূত্রের খবর, ৫টি বিভিন্ন বিভাগে ১১টি বিশ্ব খেতাবের অধিকারী প্রাক্তন বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়রকে বক্সিংয়ের হল অব ফেমে নির্বাচিত করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, প্রয়াত বক্সার মহম্মদ আলির কন্যা লায়লা আলিকেও এই সম্মানে ভূষিত করা হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, আন্তর্জাতিক বক্সিংয়ের একটি বিশেষ প্যানেল তাঁদের মনোনীত করেছে।

