নিরন্ন মানুষকে অন্ন তুলে দেওয়ার ভার নিয়েছেন মালেশ্বর রাও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খাবার নষ্ট নয় বার্তা দিয়ে প্রতিদিন ২ হাজার মানুষকে অন্ন তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে হায়দরাবাদের কিছু যুবক। নিজের ক্ষুধা মেটানোর জন্য শৈশবের শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন। ওই সময় মন দিয়ে পড়াশোনাও করেছেন। বি-টেক উত্তীর্ণ হায়দরাবাদের ২৬ বছর বয়সী যুবক। তাঁর নাম মালেশ্বর রাও। সূত্রের খবর, এখন প্রতিদিন প্রায় ২ হাজার গরিব মানুষের অন্ন জোগাচ্ছেন তিনি। শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁর উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে তাঁদের মুখে তুলে দেওয়ার দায়িত্ব তাঁর।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে এই কাজ নিরন্তর করে চলছেন তিনি। সূত্রের আরও খবর, নিজামাবাদে একটি দরিদ্র পরিবারে তাঁর জন্ম হয়। কাজের সন্ধানে একসময় হায়দরাবাদে চলে এসেছিলেন। এবিষয়ে তাঁর মন্তব্য, আমিও শ্রমিক ছিলাম। লেখাপড়া করার মতো পয়সা পরিবারের ছিল না। তাই নিজের খাবার জুটিয়ে নিতে হয়েছে। শৈশব কেটেছে নির্মাণ শ্রমিক হিসেবে। সবাই যখন স্কুলে যেত, আমার দিন কাটত ইট, বালি ও পাথর টেনে। মনের জোরে পড়াশোনা চালিয়ে গিয়েছি।
বি-টেক পড়ার সময়ও পার্ট টাইম কাজ করেছি। এপ্রসঙ্গে তিনি আরও জানান, এখন আমার নিজের সংস্থা রয়েছে। যার নাম ‘ডোন্ট ওয়েস্ট ফুড।’ স্থানীয় যুবকরা আমার সংস্থায় শামিল হয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করেন। এরপর তা তুলে দেওয়া হয় ক্ষুধার্ত গরিব মানুষের মুখে। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কারও।

