ভারতের বিমাক্ষেত্রে এবার মার্ক জুকেরবার্গের হোয়াটসআপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশে স্বাস্থ্যবিমাও এবার য়াটসআপে। সূত্রের খবর,ভারতের বিমাক্ষেত্রে এবার প্রবেশ করতে চলেছে মার্ক জুকেরবার্গের হোয়াটসআপ। সূত্রের খবর,ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই),এইচডিএফসি ব্যাঙ্ক,আইসিআইসিআই ব্যাঙ্ক ও এক্সিস ব্যাঙ্কের মতো একাধিক ব্যাঙ্কের মাধ্যমে স্বাস্থ্যবিমা প্রকল্প কেনা যাবে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,চলতি বছরের শেষে এসবিআই জেনারেল ইন্সুরেন্সের বিমা প্রকল্প বিক্রির মাধ্যমে শুরু হতে চলেছে ওই পথচলা। এক্ষেত্রে প্ল্যাটফর্মের
“পেমেন্ট”কে কাজে লাগানো ছাড়াও এর ব্যবহারকারীদের বিমা গ্রাহকে পরিণত করার পরিকল্পনা নিতে চলেছে ফেসবুকের মালিকানাধীন সংস্থাটির। এক্ষেত্রে আরও জানা যায়,সমগ্র দেশে নির্বাচিত হোয়াটসআপ বিটা-টেস্টার
ব্যবহারকারীদের কাছে তাদের পেমেন্টস বৈশিষ্ট্য পৌঁছে গিয়েছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া শীর্ষক একটি আলোচনা পর্বে এ দেশের হোয়াটসআপ প্রধান অভিজিৎ বসু জানিয়েছেন, ভারতে আমাদের ৪০কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। আমরা এ দেশের প্রতি গভীরভাবে দায়বদ্ধ। আবার দেশের প্রত্যন্ত এলাকায় এই পরিষেবা মিলবে। ব্যাঙ্ক স্বাভাবিক নেই যেখানে। পাশাপাশি এইচডিএফসি-র পেনশন ও পিনবক্স সলিউশনের সুবিধাও মিলবে। হোয়াটসআপ ব্যবহারকারীদের এক একাউন্ট থেকে অন্যের একাউন্ট- এ টাকা পাঠানোর সুযোগও করে দিয়েছে।

