ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভিক্টর হুগো। ১৮০২ সালের ২৬ ফেব্রুয়ারি তাঁর জন্ম। তিনি ছিলেন একজন ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ ও মানবাধিকর্মী। ভিক্টর হুগোকে ১৯ শতকের সবচেয়ে রোম্যান্টিক লেখক বলা হয়ে থাকে। ১৮২২ সালে মাত্র ২০ বছর বয়সে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। বিশ্ববিখ্যাত ”লা মিজারেবল” ও ”দ্য হাঞ্চব্যাক অব নটরডেম” তাঁরই সৃষ্টি। এছাড়াও তাঁর করা ভবিষ্যদ্বাণী হল- ” বিংশ শতাব্দীতে যুদ্ধের সমাপ্তি ঘটবে, ভাস্কর্য বিনষ্ট হবে, ঘৃণা অস্তিত্ব হারাবে, সীমান্তের সীমানা হারিয়ে যাবে।”…..

