জাপানের দক্ষিণ উপকূলে আগ্নেয়গিরি-বিপর্যয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাপানের উপকূলে প্রাকৃতিক বিপর্যয়। ফের জেগে উঠেছে প্রশান্ত মহাসাগরের নিচে ফুকুতোকুয়োকানোবা আগ্নেয়গিরি। জাপানের দক্ষিণ উপকূলে এর প্রভাবে প্রচুর পিউমিস পাথর ছড়িয়ে পড়তে শুরু করেছে । সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দরগুলি। প্রায় ৩০টি বন্দর ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এমনকী মাছ ধরার নৌকাগুলিও ক্ষতির মুখোমুখি। এখানকার ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছে। জাপান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। জাপান সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।

