gajan festivalEntertainment Others 

গাজন উৎসব আসলে কী জানেন?

গাজন উৎসব। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং শিব। চড়ক ও গাজনে চলে শিবের উপাসনা। গাজন উৎসবে ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ্য ও শুদ্র সবার অধিকার। পণ্ডিত ও শাস্ত্রীয় বিশেষজ্ঞরা বলছেন,চৈত্র শেষের এই উৎসব আসলে শিবের বিবাহ অনুষ্ঠান। নীলকণ্ঠ শিবের সঙ্গে নীল পরমেশ্বরী বা চন্ডিকার বিবাহ। পৌরাণিক কাহিনী মতে বলা হয়েছে,এই বিবাহোৎসবে ভূত-প্রেত-দত্যি ও দানবের উপস্থিতি। যারা শিবের অনুগামী। শাস্ত্রীয় বিশেষজ্ঞরা এক্ষেত্রে বলছেন,শিব বা মহাদেবের জন্ম শ্রাবণ মাসে। চৈত্র শেষে বিবাহ হয়। তাই চৈত্র মাসকে “মধুমাস” বলা হয়। মধুমাসে শিবের বিবাহকে কেন্দ্র করেই এই গাজন উৎসব পালিত হয়। “গাজন” কথাটি কীভাবে এল তার ধারণা অনেকের নেই। “গাঁ”থেকে গ্রাম শব্দটি এসেছে। “জন” কথাটির অর্থ হল-জনসাধারণ। সব মিলিয়ে গাঁয়ের উৎসব। অনেকে “চৈতি গাজন” বলে থাকেন।

Related posts

Leave a Comment