ganga and pujaOthers 

দশহরা-গঙ্গাপুজোর কথা-কাহিনী জানেন?

বাংলায় পালিত হয় দশহরা। এ বছর ১৬ জুন পড়েছে এই পর্বটি । ১ আষাঢ় ১৪৩১রবিবার বাংলা তারিখে এই দিনটি পড়েছে। আবার এই দিনটিতে গঙ্গাপুজো হয়ে থাকে। হিন্দু মতানুসারে বলা হয় বা প্রচলিত রয়েছে, মাতা গঙ্গা এই দিন কপিলমুনির আশ্রমে নেমে এসেছিলেন। আজও প্রচলিত রয়েছে,সগর রাজার পুত্ররা যাঁরা কপিলমুনির পাপে ভস্ম হয়ে গিয়েছিল। গঙ্গায় ছোঁয়ায় তাঁরা জীবন ফিরে পেয়েছিল। সেই বিশ্বাস মতে ভক্তরা গঙ্গার পুজো করে থাকেন।
চলে উৎসবের আয়োজন। পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন,এই গঙ্গাস্নানে দশ প্রকারের কায়িক,বাগ্ময় ও মানসিক পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই এর নাম দশহরা বলা হয়ে থাকে। এটাই প্রচলিত বিশ্বাস।

Related posts

Leave a Comment