Strike Called by LeftPolitics Video 

বামেদের ডাকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে চলছে সাধারণ ধর্মঘট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সাত দফা দাবি নিয়ে আজ বামেদের ডাকা ধর্মঘটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সিপিআইএম নেতা পরিমল মিস্ত্রির নেতৃত্বে নিউটাউন বিশ্ব বাংলা সরণির বন্দের মোড়ে রাস্তা অবরোধ করে ধর্মঘট সমর্থনকারীরা। জনবহুল বিশ্ব বাংলা সরণির বন্দের মোড়ে রাস্তায় বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বামেরা। যার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। কলকাতা বিমানবন্দর এবং কলকাতা যাওয়ার রাস্তা আটকে অবরোধ করে বিক্ষোভকারীরা। পুলিশের তৎপরতায় মিছিল সরে গেলে তাঁরা যাত্রাগাছীর দিকে চলে যায়।

বিভিন্ন কৃষক ও গণসংগঠনগুলির ডাকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট। যদিও কলকাতা ও বিভিন্ন জেলাতে গণপরিবহন মোটের উপর স্বাভাবিক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার উত্তর কলকাতার সেন্ট্রাল এভিনিউ মোড়ে সিপিএম কর্মী-সমর্থকরা ধর্মঘটকে সমর্থন জানাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এদিন সিপিএম নেতার দাবি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সাত দফা দাবিতে ২৪ ঘন্টা দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে।

Related posts

Leave a Comment