Global Warming-3Enviornment Others World 

জলবায়ু পরিবর্তনে ২০২০ সাল জুড়েই বিভিন্ন আয়োজনে ব্রিটেন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী নভেম্বরে গ্লাসগোয় বসছে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন “সিওপি ২৬”-এর আসর। জলবায়ু সেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন, একটি সম্মেলনেই জলবায়ু সমস্যার মতো গুরুতর বিষয় নিয়ে আলোচনার জন্য যথেষ্ট নয়। আরও বিশদে আলোচনার প্রয়োজন রয়েছে। এমত অবস্থায় ২০২০ সাল জুড়ে বিভিন্ন উদ্যোগের আয়োজন করেছে ব্রিটেন। প্রসঙ্গত, সম্প্রতি একটি অনুষ্ঠিত হয় কলকাতায়। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সঙ্গে যৌথভাবে “মাইন্ড দ্য ক্লাইমেট ডিসকাশন অন ক্লাইমেট কমিটমেন্টস ইন দ্য রান অাপ টু সিওপি ২৬” শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশন।

Related posts

Leave a Comment