করোনার জেরে এবার বাতিল হতে পারে টোকিও অলিম্পিক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। এবার করোনা ভাইরাসের আতঙ্কের প্রভাব পড়তে চলেছে টোকিও অলিম্পিকের ওপর। বাতিল হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক। আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের সবচেয়ে পুরনো সদস্য ডিক পাউন্ড এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন।
ডিক পাউন্ড জানিয়েছেন, আগামী মে মাসে টোকিওতে অলিম্পিকের আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, অলিম্পিক হলে টোকিওতেই হবে, অন্য কোনও জায়গায় নয়। এবং অলিম্পিকের দিনক্ষণও ওই একই থাকবে।
উল্লেখ্য, টোকিওতে আগামী ২৪ জুলাই থেকে অলিম্পিক এবং ২৫ জুলাই থেকে প্যারাঅলিম্পিক শুরু হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই জাপানে করোনা ভাইরাসের জেরে চারজন মারা গিয়েছেন। এরূপ অস্বাভাবিক পরিস্থিতিতে হয়তো এবছরের অলিম্পিক বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।