SHARAPOVAOthers Sports 

ব্যাট ছাড়লেন টেনিস তারকা শারাপোভা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৭ বছরে আবির্ভাব হয়ে ৩২ বছরে বিদায় শারাপোভার। ২০২০সালে শুরু হয় আবুধাবিতে একটি প্রদশনী টুর্নামেন্ট দিয়ে। এরপর হাওয়াই ওপেন খেলার কথা থাকলেও প্রস্তুতি ছিল না। নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন শারা। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে পরাজয়। বেশ খারাপ ফর্মের দিকে যাচ্ছিলেন। তবে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তা কেউ ভাবতে পারেনি। ৩২ বছর বয়সে টেনিস সুন্দরী হিসেবে খ্যাত শারাপোভার বিদায়।তাঁর গোটা কেরিয়ার ছিল চড়াই -উৎরাইয়ে ভরা।কখনও বিশ্বের এক নম্বর হয়েছেন। আবার কখনও চোটের কারণে বাইরে থাকতে হয়েছে। বেশ কয়েকবার অস্ত্রোপ্রচারও হয়। দুর্দান্তভাবে ফিরেও এসেছিলেন। ৫টি গ্রান্ড স্ল্যাম রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৬সালে ডোপিংয়ের দায়ে সাসপেন্ডও হন। অবশেষে তিনি অবসর গ্রহণ করলেন।

Related posts

Leave a Comment