জিএসটি-তে রাজ্যগুলির রাজস্ব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জিএসটি ক্ষতিপূরণ। সূত্রের খবর, জিএসটি-তে রাজ্যগুলির রাজস্ব ক্ষতি ভরতে তাদের হয়ে ধার করে, সেই টাকা বন্টন করছে কেন্দ্র। অর্থ মন্ত্রক সূত্রের খবর, চলতি অর্থবর্ষে ষষ্ঠ দফায় ৬ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করেছে তারা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, সুদের হার ৪.২০৮৯ শতাংশ। ২৩টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তা বিলি করা হবে। সেই তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। সূত্রের আরও খবর, এবছর প্রায় ৩৬ হাজার কোটি টাকা বন্টন করা হয়েছে। কর বন্টন পরবর্তী ঘাটতি মেটানোর জন্য পশ্চিমবঙ্গ-সহ ১৪টি রাজ্যের জন্য ৬১৯৫ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র।

