অনলাইনে স্নাতক স্তরে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলেজে ভর্তির ফর্ম পূরণে সময় বেড়ে হল ২৭ আগস্ট। অনলাইনে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, আগামী ২৭ আগস্ট পর্যন্ত কলেজে ভর্তির ফর্ম পূরণ করা যাবে। এক্ষেত্রে নতুন নির্দেশ অনুযায়ী আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে ৭ দিন। অন্যদিকে মেধা-তালিকা প্রকাশ করতে হবে ৩১ আগস্টের মধ্যেই।
উচ্চশিক্ষা দফতর সূত্রের আরও খবর, উচ্চ মাধ্যমিকের নম্বরে সন্তোষ প্রকাশ না করায় মার্কশিট সংশোধনের জন্য আবেদন করেছেন অনেক পড়ুয়া। সংশোধিত মার্কশিট পড়ুয়াদের হাতে পৌঁছনোর আগেই আবেদনের সময়সীমা যাতে শেষ হয়ে না যায়, তা নিয়ে এই ভাবনা। কলেজে ভর্তির আবেদনের শেষ তারিখ পেরিয়ে গেলে মার্কশিট সংশোধন করে কী লাভ, এ প্রসঙ্গ তুলে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকেই। উল্লেখ করা যায়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানোর জন্য উচ্চশিক্ষা দফতরে আর্জিও জানান।

