ধোনি খুব লাজুক ছিল- হরভজন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্যাট হাতে মহেন্দ্র সিংহ ধোনি বিপক্ষের বোলারদের কাছে আতঙ্ক, জানালেন হরভজন সিং। তবে জাতীয় দলে অভিষেকের সময় ভীষণই লাজুক ছিলেন তিনি। হরভজন সিংয়ের এমনই মন্তব্য। সূত্রের খবর, চেন্নাই সুপার কিংসের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক লাইভ অনুষ্ঠানে তারকা স্পিনার হরভজন জানালেন, ধোনি খুব লাজুক ছিল। হোটেলে কখনও আমাদের ঘরে আসত না। অধিনায়ক হওয়ার পরও বদলায়নি ধোনি।

