জুভেন্টাসের নজরে হ্যারি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ টটেনহাম হটস্পার তারকা হ্যারি কেনকে দলে নেওয়ার ব্যাপারে আসরে নামল জুভেন্টাস।ইতালি সংবাদ মাধ্যম সূত্রের খবর ,নতুন বছরের মরশুমের শুরুতে ক্লাব ছাড়তে পারেন কেন। জুভেন্টাস কর্তাব্যক্তিরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে হারিকে জুড়ে দিতে চান। তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে জুভেন্টাসে। তবে নতুন ম্যানেজার জোসে মোরিনহো জানান ,হ্যারি পূর্বের মতোই খেলবেন টটেনহামে।