Korona Salt LakeBreaking News Health 

করোনা মোকাবিলায় প্রশংসনীয় রাজ্য স্বাস্থ দপ্তর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলায় তৎপর রাজ্য স্বাস্থ দপ্তর। কোনোরকম ইঙ্গিত পেলেই স্বাস্থ দপ্তরের আধিকারিকরা ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে এবং আক্রান্ত সন্দেহ ব্যক্তিকে চটজলদি বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হচ্ছে। আজ দুপুর ৩ টে নাগাদ বিধাননগর কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায় তাঁর ওয়ার্ডের এসি ব্লকের ১৩১ নং বাড়িতে আক্রান্ত সন্দেহের খবর পান। তিনি অতি তৎপরতার সঙ্গে বিধাননগরেরই একটি সমাজসেবী সংস্থা বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার-এর সেক্রেটারী মধুসূদন চক্রবর্তীকে খবরটা জানান। সাথে সাথে তিনি তাঁর সংস্থার এম্বুলেন্সটি পাঠিয়ে দেন এসি ব্লকের ওই বাড়িতে। রাজ্য স্বাস্থ দপ্তর, স্থানীয় কাউন্সিলর, বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার-এর যৌথ উদ্যোগে ওই বাড়ির দুজন আক্রান্ত সন্দেহ মহিলাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। কেউ বিদেশ থেকে ফিরেছেন এমন খবর পাওয়ার সাথে সাথেই রাজ্য স্বাস্থ দপ্তর সাথে সাথে উদ্যোগ নিচ্ছেন তাদের স্বাস্থ পরীক্ষা করানোর। সমগ্র রাজ্যবাসী স্বাস্থ দপ্তরের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

Related posts

Leave a Comment