Space Centre-1Others World 

মহাকাশ স্টেশন থেকে ভাইরাসে বিপর্যস্ত দুনিয়াকে সাহসী বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গোটা বিশ্বে করোনা সংক্রমণ। ভাইরাসে বিপর্যস্ত দুনিয়াকে সাহসী বার্তা দিলেন ৪২ বছর বয়সী তরুণী। সেই বার্তা এল যেখান থেকে, সেখানে এখন মানুষের কাছে সবচেয়ে নিরাপদ। সেটি হল- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ভূ-পৃষ্ঠ থেকে ৩২২ কিলোমিটার দূরে থেকে টুইটটি করেছিলেন জেসিকা মাইয়ার। উল্লেখ্য, মহাকাশ স্টেশনে ৩ মহাকাশচারী এই মুহূর্তে রয়েছেন। নাসার জেসিকাও তাঁদের অন্যতম। গত বছরের অক্টোবর থেকে মহাকাশে তাঁরা। জেসিকার দুই সঙ্গী রাশিয়ার ওলেগ স্ক্রিপোচকা ও নাসার অ্যান্ড্রু মর্গ্যান। প্রসঙ্গত, নিজস্ব টুইটার হ্যান্ডেল রয়েছে মহাকাশ স্টেশনেরও। বিশ্বের ১৬৫টি দেশ এখন করোনা হানায় জেরবার। এই সময় মহাকাশের বাসিন্দারা কি পরিস্থিতির মধ্যে রয়েছেন, তা জানার কৌতুহল রয়েছে। সেখানে ভাইরাসের বিষয় নেই, খোশমেজাজে তাঁরা। তবে মিশন ক্যালেন্ডার অনুযায়ী ৯ এপ্রিল নতুন ৩ মহাকাশচারীর মহাকাশ স্টেশনের পথে পাড়ি দেওয়ার কথা। আবার তাঁদের কাজ বুঝিয়ে ১৭ এপ্রিল ফিরে আসার কথা জেসিকা, অ্যান্ড্রু, ওলেগদের। সম্প্রতি রাতে টুইট করে এপ্রিলের পালাবদলের কথা উত্থাপন করে মহাকাশ স্টেশন।

Related posts

Leave a Comment