বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বাংলাদেশে সৃস্ট ঘূর্ণাবর্তের জেরে কলকাতায় বৃষ্টির সংকেত । আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে আসতে পারে ঝড়।বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।আবার অন্যদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রিতে পৌঁছেছে।আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে চৈত্রের অসহ্য গরম বৃষ্টি হলেও কমবে বলে মনে হয় না।রাজ্যের অন্য জেলাগুলির পারদও এখন উর্ধমুখী।আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যায়, মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আবার গত ২৪ ঘন্টায় পানাগড়ে ৩৭.৭, সল্টলেকে ৩৭.৫, শ্রীনিকেতনে ৩৭.১, দমদম ৩৭.৭, ক্যানিংয়ে ৩৭.০, বাঁকুড়া ৩৯.০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে গিয়েছে। এই তাপমাত্রা থেকে স্বস্তি দিতে পারে বাংলাদেশের সৃষ্ট ঘূর্ণাবর্ত। বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা হাওড়া সহ বেশ কয়েকটি জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পশ্চিম ও উত্তরবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে হাওয়া অফিস।