এটিএমে প্রতারণার অভিযোগ যুবকের বিরুদ্ধে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার নামে প্রতারণা। ঘটনাটি ঘটেছে কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায়। এই অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্ভে পার্কের বাসিন্দা অনুপমা কুণ্ডু নামে এক মহিলা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গেলে ঘটে এই বিপত্তি। পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই মহিলার এটিএম-এ গিয়ে কিছু সমস্যা হয়। তখন সাহায্য করার মতো কেউ ছিলেন না। হঠাৎ এক যুবক এগিয়ে এসেছিলেন। অভিযোগ, ওই বৃদ্ধার প্রয়োজনমতো কিছু টাকা তুলে দিলেও সেই সুযোগে তিনি এটিএম কার্ড বদলে পিন জেনে নিয়েছিলেন। এরপর বৃদ্ধার এটিএম কার্ড ব্যবহার করে ৫০ হাজার টাকা তুলে নেন ওই যুবক। এই ঘটনা পরে পুলিশে জানান বৃদ্ধা। ঘটনার তদন্ত চলছে।